বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৮ দল ঘোষণা : ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাইয়ের জাতীয় সনদ কার্যকর করার দাবি সম্বলিত পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, যমুনা সেতুর দিকে যাওয়ার সময় মূলত মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রথাগত নিয়ম ছিল, তবে আমাদের পক্ষ থেকে এটি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার দাবিই ছিল। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সঙ্গে আলোচনায় আমাদের দাবি তুলে ধরেছেন। শিল্প উপদেষ্টা কোনো দ্বিমত প্রকাশ করেননি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, “১১ নভেম্বর ঢাকায় বিশাল জনসমাগমের আগে আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে ঢাকার পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।”

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সমাবেশে বলেন, “সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না করা হয়, তাহলে ১১ নভেম্বর ঢাকাকে কার্যত অচল করে দেওয়া হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়া হবে।”

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন