বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৫০ বছরের লুক নিয়ে আমি অপেক্ষায়” : পরীমনি

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরীমনিভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর ঘোষণার সময় সংবাদ সম্মেলনে পরীমনি তার অভিজ্ঞতা ও চরিত্র নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের এক প্রশ্ন থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

ছবির মুক্তির খবর ইনবক্সে পেয়ে এক্সাইটেড হয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং।”

পরীমনি উল্লেখ করেন, ছবির প্রচারণা ভক্তদের হাত ধরে শুরু হওয়ায় তার জন্য এটি আরও বিশেষ। “প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা আমার জন্য সবথেকে দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, ‘ডোডোর গল্প’ তার কাছে লাইফটাইম এক্সপেরিয়েন্স, এবং ছবির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি জীবনের অংশ হয়ে থাকবে।

পরীমনি জানান, ছবিতে বয়সের একটি জার্নি দেখানো হয়েছে, টিনেজ বয়স থেকে ৫০ বছরের উপর পর্যন্ত। তিনি বলেন, “ওই লুকটা দেখার জন্য বেশি এক্সাইটেড যে কখন সিনেমার এ্যান্ড পার্টে সেটা আসবে।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে রহস্যময় ভঙ্গিতে তিনি বলেছিলেন, “প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিও না, আমি অনেক কিছু বলে দেবো।”

শেয়ার করুন