বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৪ বছর বয়সী কোচের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েন খেলোয়াড়রা

সার্বিয়ার ফুটবল লিগের ক্লাব রাডনিস্কি ১৯২৩ হঠাৎ শোকাহত হয়েছে, যখন তাদের কোচ ম্লাদেন জিজোভিচ ম্যাচের মাঝেই মারা যান। সোমবার দলের ম্লাদোস্ত লুচানি ম্যাচ চলাকালীন জিজোভিচ আচমকা মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে ধরা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের ২২তম মিনিটে। মেডিকেল টিম দ্রুত হস্তক্ষেপ করলেও, খেলোয়াড়রা শোকের মধ্যে পড়েন। অনেকেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন। রেফারি অবশেষে খেলা বাতিল ঘোষণা করেন।

সহকারী কোচ জানিয়েছেন, জিজোভিচ খেলায় নামার আগে কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তিনি বলেন, “প্রথমে তিনি আমাকে কিছু নির্দেশ দিচ্ছিলেন, তারপর রেফারির সঙ্গে কথা বললেন। কিছু সময় পর বেঞ্চের দিকে এসে বললেন, ‘আমি ভালো লাগছে না’। তারপরই হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান।”

জিজোভিচ খাবারের সঙ্গে সম্পর্কিত অসন্তোষও প্রকাশ করেছিলেন। সহকারী জানান, “তিনি বলছিলেন মাছটা তার জন্য মানানসই নয়, আর এটা খেতে চাইছেন না। ওয়ার্ম-আপে কোনো সমস্যা ছিল না; খেলা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল।”

ম্লাদেন জিজোভিচ মাত্র দুই সপ্তাহ আগে রাডনিস্কি ১৯২৩-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। ২৩ অক্টোবর থেকে তিনি দলের নেতৃত্বে আসেন। তার অধীনে দল একটি লিগ ম্যাচে জয় এবং একটি কাপ ম্যাচে পরাজয় পেয়েছিল।

খেলোয়াড় চোসিক বলেন, “আমরা আশা করেছিলাম, তিনি ফিরে আসবেন। তাই খেলায় মনোযোগ দিয়েছিলাম। কিন্তু তার আকস্মিক মৃত্যু আমাদের সব পরিকল্পনা ভেঙে দিল। তবুও আমরা বিশ্বাস করছিলাম, তিনি ঠিক হয়ে আবার আমাদের সঙ্গে থাকবেন।”

শেয়ার করুন