সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হালদায় অভিযানে সাড়ে চার হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি:
এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টা থেকে ভোর রাত পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।  সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী এবং হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও তার সংগীয় ফোর্স এবং পাহারাদার শহীদুল্লাহ ও আলাউদ্দিন সহ হালদা নদীতে যৌথ অভিযানে।
নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে সাড়ে চার হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে মঙ্গলবার বিকালের দিকে উদ্ধার করা অবৈধ চরঘেরা জালগুলো হালদা অস্থায়ী নৌ পুলিশের সহযোগিতায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী মঙ্গলবার বিকালের দিকে এ প্রতিবেদককে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
শেয়ার করুন