রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে ১২ ইঞ্চি লম্বা ও ৯৪ কেজিরও বেশি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। শুক্রবার বিকালে জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর বসতবাড়ির পশ্চিম ভিটার টিনসেড ঘর থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।
শনিবার (১ নভেম্বর) র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত শিবলিঙ্গটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও ওজন ৯৪.২৬ কেজি। এটি অত্যন্ত মূল্যবান কষ্টি পাথর দিয়ে তৈরি, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়— তারা শিবলিঙ্গটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল। অভিযানকালে পাচারকারীদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন