রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে কবি ফররুখ আহমদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সাহিত্য পাঠ চক্রের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ অক্টোবর রবিবার সকালে সিরাজগঞ্জ ভাষানী কলেজ অডিটরিয়ামে ডঃ অধ্যাপক খ ম আঃ রাজ্জাক  স্যর এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ মুহাম্মদ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতিকুর রহমান, সাহিত্যিক হায়দার আলী, বিশিষ্ট সমাজ সেবক নবীন চন্দ্র কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক সংগীত শিল্পী রাকিবুললাহ রোকনী , সংগীত শিল্পী ইমরুল হাসান বাঁধন।

বক্তরা বলেন কবি ফররুখ আহমদ ছিলেন মুসলিম জাগরণের কবি স্বাধীনতা যুদ্ধের সময় তার লেখনী মুক্তি যোদ্ধাদের উজ্জীবিত করেছে,উদ্দেপনা তৈরি করেছে ,ভারত উপমহাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তরুণ সমাজ কে আলোড়িত করেছে। ১৯৪৭ থেকে ২০২৪ এর গণ অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে জাগরণ তৈরি করেছিল। এদেশের মানুষ এই সংগ্রামী কবি কে চিরদিন স্মরণ করবে। বিগত দিনের বাকশালী স্বৈরাচার সরকার বিদ্যালয়ের সকল শ্রেণী থেকে তার অনুপ্রাণিত করা লেখা গুলো বাদ দিয়ে এই নতুন প্রজন্ম কে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে।

শেয়ার করুন