রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংগাইরে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ



মানিকগঞ্জ প্রতিনিধি : 


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে আল রোমান নামে এক শিক্ষককে শ্রেণিকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক আব্দুল্লাহ আল রোমান ও মহিবুল্লাহকে শ্রেণিকক্ষে প্রবেশ করে স্থানীয় সাদ্দাম হোসেন, রাতুলসহ একদল বহিরাগত শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে।



খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুব দ্রুত শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

শেয়ার করুন