বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সালাহউদ্দিন পদত্যাগ :  অভ্যন্তরীণ আলোচনার পথে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তার পদ থেকে পদত্যাগ করেছেন। বিসিবির প্রধান নির্বাহীকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সালাহউদ্দিন আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যেতে চান।

বিসিবি ইতোমধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “আয়ারল্যান্ড সিরিজের পর তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনার পর আমরা প্রয়োজনীয় ঘোষণা দেব।”

সালাহউদ্দিনকে নিয়ে সমালোচনা ক্রিকেটাঙ্গনে ব্যাপক। জাতীয় দলের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও তার সময়ের ব্যাটিং পরিকল্পনা বেশিরভাগ ক্ষেত্রে আংশিকভাবে ব্যর্থ মনে করা হচ্ছে। পারফরম্যান্স ও পরিকল্পনার ঘাটতি, নেতৃত্বের কিছু সমস্যা এবং আশা অনুযায়ী ফলাফল না আসায় তিনি সমালোচনার মুখে পড়েন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, সমালোচনার চাপ ও নিজের কাজ উপভোগ করতে না পারাই প্রধান কারণ। সালাহউদ্দিন এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান।

এর আগে সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষ কোচ ছিলেন। তার মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

শেয়ার করুন