সোমবার আদালত সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী কাশমিরি কামাল এবং কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর সম্পর্কিত নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ, দুদকের পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম আবেদনে বলা হয়, মোস্তফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে মিল না থাকা সম্পদ অর্জন, ভোগদখল এবং নামীয় ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগ তদন্তাধীন রয়েছে।
কাশমিরি কামালের বিষয়ে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার স্বামী অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী থাকাকালীন সময়ে অর্জিত ৪৪ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ বৈধ করার জন্য তিনি সহায়তা করেছেন। এছাড়া, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নিজ নামে থাকা ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ও তদন্তাধীন।
মেয়ে কাশফি কামালের নামে দায়ের আবেদনে বলা হয়, মোস্তফা কামাল ৩১ কোটি ৭৮ লাখ টাকা বৈধ করার জন্য কাশফির নামে সম্পদ অর্জন ও নিজের ভোগদখলে রেখেছেন। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন, যা তদন্তাধীন।
নাফিসা কামালের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, বাবার মন্ত্রী পদে থাকার সময় ৬২ কোটি ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ বৈধ করার উদ্দেশ্যে নাফিসার নামে অর্জন ও নিজের দখলে রাখা হয়েছে। এছাড়া, তিনিও ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করে নিজ নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৯ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই বিষয়গুলোও তদন্তাধীন রয়েছে।





