দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও সোশ্যাল মিডিয়ায় মন জয় করেছেন। এবার দেখা গেল তাঁকে সাদা রঙের শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় এক নতুন রূপে। ক্লাসিক বাঙালি সৌন্দর্যের ছাপ ফুটে উঠেছে তার উপস্থিতিতে।
সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে জয়ার লাবণ্যময় উপস্থিতি, সূক্ষ্ম কাজ করা শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না যেন এক অন্য মাত্রা যোগ করেছে। ছবির পটভূমিতে দেখা যায় সবুজ গাছপালা ও পুরনো দিনের আসবাব—যা তার রূপের সঙ্গে এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছে।
জয়ার এই লুক কেবল স্টাইলের জন্য নয়; ছবিগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রোমোশনাল প্রচারণার অংশ। অভিনয়ে যেমন তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। তার কাজের প্রতি একাগ্রতা এবং কমার্শিয়াল শুটে সক্রিয় অংশগ্রহণ দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে তাকে এক প্রিয় মুখ করে তুলেছে।





