বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁথিয়ায় সাইয়েদ আবদুল্লাহ’র সমর্থকদের উদ্যোগে অভিনব রোড-শো

আব্দুর রউফ, পাবনা প্রতিনিধি :
তারেক রহমানের দেশে  আগমন উপলক্ষে পাবনা ০১ (সাঁথিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদ আব্দুল্লাহ্’র সমর্থক বৃন্দের ধানের শীষের অভিনব প্রচারণায় অটোভ্যান শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়াতে সাইয়েদ আবদুল্লাহ এর সমর্থকদের উদ্যোগে এ অভিনব অটোভ্যান রোড-শো অনুষ্ঠিত হয়।
জানাগেছে, তারেক রহমানের দেশের ফেরার সময় ঘনিয়ে আসছে প্রায়, সেই উপলক্ষ্যকে সামনে রেখে এলাকাবাসীর মাঝে হঠাৎ অত্যন্ত আশা জাগানিয়া উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
আর তাই উপজেলার আফতাবনগর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বিশাল অটোরিকশা র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক এবং বেশ কয়েকটা গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আফতাবনগর ছেঁচানিয়া এলাকায় এসে শেষ হয়।
এসময় কয়েকশত অটোভ্যান, বাইক নিয়ে সুশৃংখলভাবে একটা লাইন করে এই রোডশো-টি অনুষ্ঠিত হয়। এতে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিলো এই রোড শো-তে বিপুল পরিমাণে নারী সদস্যদের অংশগ্রহণ। এ ছাড়াও কৃষক, তাঁতি, জেলে, ব্যবসায়ী থেকে শুরু করে মুসলমান-হিন্দু ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। আর তরুণরা ছিলো সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। কয়েকহাজার মানুষের উপস্থিতিতে আজকের এই র‍্যালিটা এলাকার রাজনীতিটা ভিন্ন এক মাত্রা যুক্ত করেছে বলে স্থানীয় ভোটাররা। র‌্যালীতে আর একটি আকর্ষণীয় ছিল তা হলো “বাতাসে বহিছে নব আশার গান দেশের মাটিতে ফিরছে তারেক রহমান” — এই থিমের ব্যানারে প্রোগ্রামটা ডিজাইন করা হয়।
৬৮, পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইয়েদ আবদুল্লাহ এর দিকনির্দেশনায় বিএনপির অনেকগুলো গুরুত্বপূর্ণ পলিসির বার্তাবহনকারী প্ল্যাকার্ড দেখা যায় সমর্থকদের হাতে হাতে। কৃষকদের হাতে কৃষক কার্ড, নারীদের হাতে ফ্যামিলি কার্ডের প্ল্যাকার্ড বিশেষ আকর্ষণ তৈরী করে সবার ভেতর।
শেয়ার করুন