বুধবার (৫ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে নাঈম শিকদারের শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈম শিকদারের দেহ থেকে আজ এসব গুলি বের করা হয়েছে। পাশাপাশি তিনি গুলিগুলোর একটি ছবি সাংবাদিকদের দেখান।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাঈম। গত বছরের জুলাই আন্দোলনের সময় নিজে আহত হওয়া এই ৯ নম্বর সাক্ষী ট্রাইব্যুনালের সামনে পুরো ঘটনার বিবরণ উপস্থাপন করেন এবং প্রত্যক্ষদর্শী হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করেন।
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর রায়ের দিনক্ষণ প্রকাশ করা হবে।




