আরিফুল ইসলাম,শিবগঞ্জ, বগুড়া :
বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা সমাজিক সমস্যা সমাধান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি
নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নারীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরি করতে শিবগঞ্জের বিভিন্ন স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে প্রগতি কল্যাণ সংস্থা।
এর কার্যক্রমের অংশ হিসাবে সোমবার (৩ নভেম্বর) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম এর হাতে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।





