রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও 

লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মাস্টারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এসময় স্থানীয় ইউপি সদস্য এন্তেজার হোসাইন , বাংলাদেশ  মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি  মো. নুরুচ্ছফা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, দুর্গত মানুষের পাশে সবসময়ই উপজেলা প্রশাসন রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহয়তায় উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেয়ার করুন