রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রেনাটা ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা, যা আগের অর্থবছরের ৩১ টাকা ৫৩ পয়সা থেকে কমেছে। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৫ টাকা ৪৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজন করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর

প্রতিষ্ঠান সূত্র জানায়, রেনাটার এই লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ এবং বাজারে প্রতিষ্ঠানের দৃঢ় অবস্থানের পরিচায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন