রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হুমকি

ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও নায়ক ধানুশের বাড়িতে বোমা রাখা হয়েছে এমন অভিযোগে পুলিশ তল্লাশি চালিয়েছে। ২৭ অক্টোবর তামিলনাড়ু পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে একটি ই-মেইলে এই হুমকি জানানো হয়। একই ই-মেইলে কংগ্রেস নেতা কে. সেভ্যালপেরুনথাগাইয়ের বাড়িও উল্লেখ করা হয়েছিল।

ই-মেইল পাওয়ার পর চেন্নাই পুলিশ দ্রুত বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দলকে রজনীকান্ত ও ধানুশের বাড়িতে পাঠায়। তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। রজনীকান্তের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বাড়িতে কোনো অচেনা ব্যক্তি প্রবেশ করেনি, তাই এটি ভুয়া হুমকি।

চেন্নাই পুলিশ ই-মেইলে উল্লেখিত অন্যান্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। পুরো তল্লাশি শেষে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সূত্র ধরে এটিকে সাম্প্রতিক একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ জানায়, ৯ অক্টোবরও দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

শেয়ার করুন