বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তাসংবেদনশীল এলাকা—বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা—ঘিরে সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং সংলগ্ন অঞ্চল—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং—পর্যন্ত এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

ডিএমপি বলছে, এসব এলাকায় জমায়েত বা প্রতিবাদ কর্মসূচি পরিস্থিতি অস্থির করতে পারে এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শেয়ার করুন