মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। ডিসেম্বর মাসে নির্ধারিত এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা প্রশাসন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এক চিঠি পাঠিয়ে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছে মিয়ানমার।
বিশ্লেষকদের মতে, বিদেশি পর্যবেক্ষকদের সম্পৃক্ততার মাধ্যমে ‘পরিচালিত নির্বাচনকে’ বৈধতা দেওয়ার কৌশল নিয়েছে জান্তা সরকার। তাই বাংলাদেশ এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান না নিয়ে নীরব কূটনৈতিক নীতি বজায় রাখার সিদ্ধান্তে আছে।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর এটি মিয়ানমারের প্রথম জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনটি দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ ২৮ ডিসেম্বর ২০২৫ এবং দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার কথা।
এ বছরের আগস্টে মিয়ানমারের সামরিক নেতৃত্ব ঘোষণা দেয় যে, বহু প্রতীক্ষিত নির্বাচন ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত ৩১ জুলাই তারা দেশব্যাপী আরোপিত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়।





