রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো: তানজিম সাকিব

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হারের পর ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানো এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ টাইগাররা হারিয়েছে।

তিনি বলেন, “শেষের দিকে শিশির পড়ায় ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। যদি একজন সেট ব্যাটার থাকতো, শেষ দুই ওভারে ৩০ রান তোলা অসম্ভব হত না। উইকেটে থাকা ব্যাটসম্যান থাকলে পরিস্থিতি সামলানো যেত।”

নিজের ২৭ বলে ৩৩ রানের ইনিংস প্রসঙ্গে তানজিম জানান, “নাসুম ভাইয়ের সঙ্গে ব্যাট করতে ভালো লাগছিল। ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করতে, সেটা না পারায় আফসোস রয়ে গেছে।”

তানজিম আরও বলেন, শুরুতেই উইকেট হারানো ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। “অধিকাংশ ব্যাটার সেট হওয়ার আগেই আউট হয়েছেন। মিডল অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হতো। তারা যদি একটু বেশি সময় ক্রিজে থাকতো এবং স্ট্রাইক রোটেট করতো, ফলটা ভিন্ন হতো।”

তিনি শেষ কয়েক ওভারেও জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “তাসকিন ভাই আর ফিজ ভাই তখন ব্যাট করছিলেন। নাসুম ভাইয়ের ছক্কা যদি বাউন্ডারির ওপারে যেত, গল্পটা হয়তো অন্যরকম হতো। ভালো উইকেটে শেষ চার ওভারে প্রতি ওভারে ১০ রান তোলা কঠিন কিছু নয়।”

শেয়ার করুন