এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ইউনিয়ন যুব সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মোজাহিদ সভা পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির এবং ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি মো: আব্দুল মালেক, ইউনিয়ন আমির মাওলানা মো: আব্দুল মালেক এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সত্য, ন্যায় ও আদর্শের পতাকা নিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের মাঠে কাজ করার আহ্বান জানান তারা।





