বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্দায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুব সেক্রেটারি মোজাহিদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোস্তফা আল আমিন, ইউনিয়ন আমির মাওলানা মো. আব্দুল মালেক ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি আধুনিক মান্দা গড়তে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে।”
শেয়ার করুন