রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে আলোচনায় বাংলাদেশের ‘বিকৃত’ মানচিত্র, নয়াদিল্লির দাবি বিভ্রান্তি

ভারতের কিছু গণমাধ্যমে আবারও আলোচিত হয়েছে বাংলাদেশের কথিত ‘বিকৃত মানচিত্র’ বিষয়। বিষয়টি উঠে আসে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এক উপহারের কারণে।

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জেনারেল মির্জাকে এমন একটি বই ও পতাকা উপহার দিয়েছেন, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত করে বাংলাদেশের মানচিত্র বিকৃতভাবে দেখানো হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, উপহারটি ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ নামে একটি বই, যা জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানকালে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতি সংকলন। তিনি স্পষ্ট করেন, বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেক পেজেও বলা হয়েছে, ভারতের ‘ইন্ডিয়া টুডে’ প্রতিবেদনের এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। প্রকৃতপক্ষে, বইটি শিক্ষার্থীদের সৃষ্টিশীল গ্রাফিতি সংকলন হিসেবে জেনারেল মির্জাকে উপহার দেওয়া হয়েছিল।

শেয়ার করুন