শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রশংসা কুড়িয়েছে। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, পেমেন্ট ভারসাম্যের ঘাটতি কমাতে রিজার্ভ বৃদ্ধির এই অগ্রগতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হংকংয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হেলব্লিং বলেন, “রিজার্ভ সঞ্চয়কে আমরা আইএমএফ–সমর্থিত কর্মসূচির অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করি। বাংলাদেশ ব্যাংক যে অগ্রগতি দেখিয়েছে, সেটি আমরা স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের মুখে রয়েছে, তাই রিজার্ভ বৃদ্ধির উদ্যোগ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে।”

আইএমএফের এ কর্মকর্তা জানান, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনা করতে সংস্থাটির একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফরে আসবে। তারা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে এবং গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন করবে।

থমাস হেলব্লিং বলেন, “মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে এবং ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।” তিনি আরও ইঙ্গিত দেন, আইএমএফ মূল্যায়ন করবে রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার থেকে প্রায় ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি।

শেয়ার করুন