লতিফুল করিম, (বগুড়া প্রতিনিধি):
ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার সময় চলন্ত একটি বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এঘটনায় ঐ বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ অক্টোবর দুপুরে বগুড়ার বনানী মোড়ে বাসের ভিতর এঘটনা ঘটে। পরের দিন ১৪ অক্টোবর কিশোরী ভগ্নিপতি থানায় অভিযোগ দিলে বিষয়টি জানাযানি হয়।
বগুড়ার শাহজাহানপুর থানার ওসি জানান কিশোরী মেয়েটি তার এক বন্ধু আবু বক্করের সাথে নিয়ে ঢাকা থেকে আরকে পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে করে বগুড়ায় যাচ্ছিলেন। পথে মধ্যে বগুড়ার শাহজাহানপুড়ের বনানীতে হক পেট্রোল পাম্পের সামনে হাইওয়ে রোডের উপর পৌছালে সেখানে বাসের সকল যাত্রী নেমে যায়। এসময় কিশোরী তার বন্ধুকে গাড়ি থেকে নামতে না দিয়ে গাড়ির চালক ও হেলপার জোর করে ধর্ষণ করে।
কিশোরী চিৎকার করার চেষ্টা তারা মুখ চাপিয়া ধরে ধর্ষণ করে। এসময় কিশোরীর বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে অন্য গাড়িতে তুলে পাঠিয়ে দেয়। পরে বগুড়ার পর্যটন মোটেল এর পশ্চিমে হাইওয়ে রোডের পার্শ্বে গাড়ি ওয়াশ করার একটি ঘরে নিয়ে যায়। সেখানে তারা তাকে বাসটির পিছনের সিটে বসিয়ে রাখে। তার কিছুক্ষন পর আরও ২/৩ জন নানা রকম ভয়ভীতি দেখায়ে ধর্ষণ করে ও বলে যে, সে যেন উক্ত ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
পরে কিশোরী তাদের হাত থেকে ছাড়া পেয়ে এসআর বাস কাউন্টারে গিয়ে অভিযোগ করে। পরে মেয়েটির ভগ্নিপতি থানায় অভিযোগ করলে পুলিশ ও গয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাড়িটির চালক মো: সোহাইল হাসান শাকিব কে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।





