মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী ধর্ষণ 

লতিফুল করিম,  বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়া এক ধর্ষককে গ্রেপ্তার করেছে বগুড়া র‍্যাব ১২ সদস‍্যরা।  গ্রেপ্তাকৃত আসামি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল পশ্চিমপাড়া গ্রামের এনামুল মন্ডলের ছেলে মোঃ রিফাত হোসেন (২০)। বগুড়া, র‍্যাব-১২ এবং, র‍্যাব-১, সদর কোম্পানী উত্তরা, ঢাকা এর যৌথ অভিযানে  ডিএমপি ঢাকার দক্ষিন থানার শাহ কবির মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 বগুড়া, র‌্যাব-১২  স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার  ফিরোজ আহমেদ, এটিসি সিপিএসসি  সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়  বগুড়ায় আলোচিত মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রধান আসামি ঢাকার দক্ষিন থানার শাহ কবির মাজার এলাকায়  একটি বাড়িতে আত্মগোপন করে আছে।

এমন গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে বগুড়া  র‌্যাব-১২, অধিনায়ক দিকনির্দেশনায়  র‍্যাব ১২ ও র‍্যাব-১, সদর কোম্পানী উত্তরা, ঢাকা এর যৌথ অভিযানিক দল  ডিএমপি ঢাকার দক্ষিন থানাধীন শাহ কবির মাজার রোড, চালাবন আল বারাকা বিরিয়ানী এ্যান্ড ফাস্টফুড হাউজ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেফতারকৃত আসামী´কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সুত্রে র‍্যাব জানায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাবু প্রামানিকের মাদ্রাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ নিমা আকতার (১৩) মাদ্রাসায় যাওয়া-আসার সময় রাস্তার উপর  আসামী মোঃ রিফাত হোসেন (২০) মাঝে মধ্যেই প্রেম নিবেদন করে কু-প্রস্তাব দিয়ে আসছিল।  এঘটনা মেয়েটি  তার পিতাকে জানালে ১নং আসামীর পিতাকে বিষয়টি অবগত করে এবং আসামীকে উক্ত অপকর্ম হতে বিরত থাকার জন্য বললে আসামী ক্ষিপ্ত হয়ে  মেয়েটির   ক্ষতি করার সুযোগ খুজতে থাকে।

গত ১৬ অক্টোবর  তারিখ রাত্রী ৮টার সময় মেয়েটির পিতা এবং মাতা বাড়িতে না থাকায়  বসত বাড়ীর উত্তর পার্শ্বে  মাছ পাহারার কুড়ে ঘরে নিয়ে গিয়ে  ১নং আসামী মোঃ রিফাত হোসেন (২০) অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে ধারালো চাকু দ্বারা জবাই করে হত্যার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় ধর্ষন মামলা দায়ের করলে ধর্ষক পালিয়ে যায়। পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন