শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্লট দুর্নীতি মামলায় খুরশীদ আলম হাজির, হাসিনা-জয়-পুতুলও আসামি

রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ আত্মসমর্পণ করেছেন। তিনি তিনটি পৃথক দুর্নীতি মামলায় আসামি হিসেবে নাম্বার করা ২৩ জনের মধ্যে একজন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি হিসেবে রয়েছেন।

আত্মসমর্পণের সময় আদালত জানিয়েছে যে খুরশীদ আলমকে কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযুক্তের নাম জিজ্ঞাসা করে তার উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে, খুরশীদ আলমের আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম আদালতে তিনটি পৃথক আত্মসমর্পণ আবেদন দাখিল করেছিলেন। বিচারক বেলা ১১টা ৪৭ মিনিটে এই আবেদনের শুনানি করেন। উল্লেখ্য, এসব মামলায় ইতিমধ্যেই ৩৪ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে যে, পূর্বাচল নিউ টাউন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে। ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ঢাকার সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ‘ববি’ ও মেয়ে আজমিনা সিদ্দিক ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক এলাকায় ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তাদের এসব প্লট পেতে যোগ্যতা নেই।

২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে। এই ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ মোট ২৯ জনকে আসামি করা হয় এবং তাদের পলাতক ঘোষণা করা হয়। ৩১ জুলাই আদালত এসব মামলায় অভিযোগ গঠন করে।

এই মামলাগুলোতে দেখানো হয়েছে, খুরশীদ আলমসহ অন্যান্য অভিযুক্তরা পূর্বাচল নিউ টাউন প্রকল্পের প্লট বরাদ্দে কেন্দ্রীয় ভূমিকা রেখেছেন। আদালত এখন তাদের আত্মসমর্পণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু করেছে।

শেয়ার করুন