মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এবং এখনো নেই।

প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, “কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।”

অন্যদিকে, দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানিয়েছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে বার্তাটির উৎস সম্পর্কে তিনি কিছু জানাননি।

উল্লেখ্য, গত জুন মাসে ইরানে উসকানিমূলক হামলা চালায় ইসরাইল, যা পরবর্তীতে দুদেশের মধ্যে বারো দিনের সংঘাতে রূপ নেয়। সেই সময় ইসরাইল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করেছিল, এতে একাধিক জ্যেষ্ঠ বিজ্ঞানী নিহত হন।

তথ্যসূত্র: সামা টিভি

শেয়ার করুন