মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহম্মেদ এর যোগদান

রেজুয়ান, পাঁচবিবি প্রতিনিধি : 
জয়পুরহাটের পাঁচবিবিতে যোগদান করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ । জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলার  ইউএনও হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে সন্ধ্যায় নিজ কর্মস্থলে উপস্থিত হন।
এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের পক্ষ থেকে তাদের (টিম লিডার/ক্যাপ্টেন) নবাগত ইউএনও মহদোয়কে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে নবাগত ইউএনও কে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাস সহ সকল কর্মচারীগণ।
পাঁচবিবি থেকে আগের ইউএনও রোমানা রিয়াজ মহদোয় বদলি হয়ে নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করেন। অপরদিকে সাপাহার থেকে বদলি হয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ স্থলাভিষিক্ত হলেন। পাঁচবিবির নবাগত ইউএনও মহদোয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে ৩৬’তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হন। সহকারী কমিশনার হিসাবে কর্মজীবনের প্রথমেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দায়িত্বশীল ও সুনামের সহিত দেশের বিভিন্ন জেলায় তিনি তার দায়িত্ব পালন করেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন সংসার জীবনে ১’ছেলে সন্তানের জনক।
পাঁচবিবি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মহদোয়।
শেয়ার করুন