বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে: সেনাবাহিনী

সেনাবাহিনী আশা করছে, সরকারের প্রণীত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাবাহিনীর জিওসি আর্টডক, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, “আমরা দেশের জনগণের সঙ্গে একমত, নির্বাচনের রূপরেখা অনুযায়ী ভোট হলে স্থিতিশীলতা আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। সেনাবাহিনী তখন আমাদের স্থানে ফিরে আসতে পারবে।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও জানান, নির্বাচনের জন্য সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি নিচ্ছে এবং সীমিত প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনকালীন দায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “শান্তিকালীন সময়ে আমাদের মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা। আমরা বলে থাকি—‘উই ট্রেইন এজ উই ফাইট’।“

তিনি উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বাইরে দায়িত্ব পালন করছে। এ সময়ে সেনাবাহিনী চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করেছে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছে। নির্বাচন পর্যন্ত বা তার পর কিছুদিন অতিরিক্ত বাইরে থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রশিক্ষণকে প্রভাবিত করতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আশা প্রকাশ করেন, নির্বাচনের পর সেনাবাহিনী আবার স্বাভাবিকভাবে সেনানিবাসে ফিরে যেতে পারবে।

শেয়ার করুন