রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

 দিনাজপুর প্রতিনিধি :
 নবাবগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। নবাবগঞ্জ হসপিটাল এর মেডিকেল ডিরেক্টর (Medical Director): ডাক্তার মেহেদী হাসান নিশ্চিত করেন । এটি একটি গুরুতর সংক্রামক রোগ, যা আক্রান্ত গরু, ছাগল বা ভেড়ার মাংস, রক্ত ও চামড়ার সংস্পর্শে মানুষের দেহে ছড়াতে পারে। নবাবগঞ্জ হসপিটাল এর মেডিকেল ডিরেক্টর (Medical Director): ডাক্তার মেহেদী হাসান বলেন ,
 সতর্কবার্তা: সকলকে অনুরোধ করা হচ্ছে –
– অসুস্থ বা মৃত পশুর মাংস খাবেন না
– পশু জবাইয়ের সময় হাতমোজা ও সুরক্ষা ব্যবহার করুন
– কোনো পশু হঠাৎ মারা গেলে পশু চিকিৎসক বা স্থানীয় প্রশাসনকে দ্রুত জানান
– গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলুন
বিভিন্ন ধরনের অ্যানথ্রাক্সের লক্ষণ:
১. ত্বকের অ্যানথ্রাক্স:
শুরুতে চুলকানিযুক্ত ছোট ফোঁড়া বা ফোস্কার দল দেখা যায়।
পরে এই ফোঁড়াগুলো থেকে ব্যথাহীন আলসার বা ঘা হয়, যার কেন্দ্রে একটি কালো দাগ তৈরি হয়।
এটি সাধারণত মুখ, গলা, বাহু বা হাতে দেখা যায়।
২. শ্বাসযন্ত্রের অ্যানথ্রাক্স: হঠাৎ উচ্চ জ্বর হয়, শ্বাসকষ্ট দেখা দেয়.
৩. পাচনতন্ত্রের অ্যানথ্রাক্স: বমি বমি ভাব হয়, পেটে ব্যথা হয়, মাংসপেশীতে ব্যথা এবং গলা ব্যথা হতে পারে, কিছু ক্ষেত্রে রক্তাক্ত প্রস্রাব বা ডায়রিয়াও দেখা যায়.
৪. গবাদি পশুর ক্ষেত্রে লক্ষণ:
– উচ্চ জ্বর।
– ক্ষুধামন্দা।
– পেটে ব্যথা।
– রক্তাক্ত প্রস্রাব বা ডায়রিয়া।
– তীব্র বিষণ্ণতা।
– শ্বাসকষ্ট।
– পেশী কম্পন এবং খিঁচুনি।
শেয়ার করুন