রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন” রাজশাহীতে ড্যাবের সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

অপু দাস, স্টাফ রিপোর্টার :
“এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।
পরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভা। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পলিথিন বা খাবারের পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতি তিন দিন অন্তর এসব স্থানে জমে থাকা পানি পরিবর্তনের পরামর্শ দেন তাঁরা।
চিকিৎসকরা আরও বলেন, ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে বিশ্রাম ও পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করতে হবে। স্যালাইন, ডাবের পানি, ফলের রস ও স্যুপ শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। একইসঙ্গে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়া এবং দিন-রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
ড্যাবের নেতারা জানান, সপ্তাহজুড়ে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসচেতনতা প্রচার ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হবে। তাঁদের লক্ষ্য—“নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন, ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়ুন।”
শেয়ার করুন