মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকসুকে রাজনৈতিক স্বার্থের জন্য ব্যবহার না করার আহ্বান রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত উভয় দলের নেতাকর্মীদের ভুল থাকা স্বাভাবিক। তবে ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান।

রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান লেখেন, “আজকে বিএনপির করেছে, আগামীকাল জামায়াতের কোনো অপরাধের সমালোচনা করতে পারবে? ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। ডাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম।”

তিনি আরও বলেন, দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

রাশেদ খানের মতে, জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগেও, পাঁচ দফা দাবিতে সমমনা আটটি দল অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে।

শেয়ার করুন