সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই শুরু হবে অমর একুশে বইমেলা। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বৈঠকে মেলার সম্ভাব্য সময় নিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরে। আলোচনার সময় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শও বিবেচনায় নেওয়া হয়।

পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচনের পর সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজন করা হবে। এ প্রস্তাবকেই সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে গ্রহণ করা হয়।

সভায় আরও জানানো হয়, নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বইমেলার সময়সূচিও নির্ধারণ ও প্রকাশ করা হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে একাডেমি কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতো এবারও বইমেলায় নতুন লেখক ও প্রকাশকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মেলার অবকাঠামো উন্নয়ন ও পাঠকবান্ধব পরিবেশ তৈরিতে একাডেমি বিশেষ গুরুত্ব দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন