জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত একজন এবং মাদক মামলার একজন আসামীও রয়েছে।
সোমবার (০৪ নভেম্বর, ২০২৫) ভোর রাতে জকিগঞ্জ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার বিরশ্রী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী এনামুল হক সাবুকে গ্রেফতার করা হয়। এনামুল হক সাবু জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, একই অভিযানে গণধর্ষণ মামলায় এজাহার নামীয় একজন, মাদক মামলায় একজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামীকেও গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





