মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল হক, স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের দিকনির্দেশনায় সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ মঈনুল ইসলাম খান শান্তর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চারিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ ডন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সোহাগ হোসেন, চারিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বক্তারা বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্রসমাজের অধিকার রক্ষায় ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শেয়ার করুন