সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মাদক ব্যবসায়ী

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে বড় নারায়নপুর সাউদি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন— মো. মিলন হোসেন (৩০), পিতা মো. মোজাম্মেল হোসেন, সাং—ফ্যাত্তাপাড়া দুব্রামোড়, থানা—দামকুড়া, জেলা—রাজশাহী; আলিম (২০), পিতা মো. আছির উদ্দিন, সাং—আমনুরা ভাবুক এবং সাবিরুল (৩৭), পিতা মৃত ইকরামুল হোসেন, সাং—আমনুরা ধীনাগুড়, থানা—চাঁপাইনবাবগঞ্জ।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় নারায়নপুর সাউদি মার্কেট এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাবের এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজে মাদক বিস্তার রোধে কেউ ছাড় পাবে না।” অভিযান শেষে আটক তিনজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানায়, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন