রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতের দিকে তাকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনির কারণে হাসপাতালে আনা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন। সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে।

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ৭ বছরের মধ্যে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’ নাটকে অভিনয় করেছেন।

শেয়ার করুন