সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয়দের হাতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর এই ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি; তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় জনৈক সালামের বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করা হয়। চুরির বিষয়টি ধরা পড়লে বাড়ির লোকজন চিৎকার করেন, যার ফলে প্রতিবেশীসহ গ্রামের সবাই লাঠিসোঁটা নিয়ে চোরদের ধাওয়া করে। চোররা নাসিরাবাদ গ্রামে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাদের ধাওয়া করেন।

তাদের পুকুরে ঝাঁপ দেয়ার সময় এলাকাবাসী পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই দুই জন নিহত হন। গুরুতর আহত তৃতীয় ব্যক্তিকে থানার উপ-পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান ও ফোর্স উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

শেয়ার করুন