বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সাজা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনের পৃথক আপিল মঞ্জুর করে গত ১৫ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা আপিল করতে পারেননি, তারা ও খালাস পান।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ৪ নভেম্বর প্রকাশিত হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সব আপিল মঞ্জুর করা হলো এবং বিচারিক আদালত ও হাইকোর্টের উভয় রায় বাতিল করা হলো। ফলে সব আপিলকারীর বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তারা দোষী সাব্যস্ত না হয়ে সম্পূর্ণ খালাস পেলেন।

রায়ে আরও উল্লেখ করা হয়েছে, মামলার বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট কার্যধারা থেকে প্রতীয়মান হয় যে আইনের অপপ্রয়োগ হয়েছে এবং এতে বিদ্বেষপ্রসূত প্রসিকিউশন ছিল। এই রায় তাদের ছাড়াও অন্য দোষী সাব্যস্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্ত আপিলকারী ও অন্য অভিযুক্তদের মর্যাদা পুনরুদ্ধার করবে এবং তাদের বিরুদ্ধে শুরু করা অযৌক্তিক কার্যধারার অবসান ঘটাবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছর ও তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা ১০ বছরে উন্নীত করা হয়।

মামলাটি ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন দায়ের করে। মামলার অন্য আসামি ছিলেন সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও ব্যবসায়ী মমিনুর রহমান।

শেয়ার করুন