রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুসুম্বা ইউনিয়নের স্কুলে ইউএনও’র আকস্মিক পরিদর্শন — উপস্থিতি কম, শৃঙ্খলায় শিথিলতা

এম এ মতিন (জেলা প্রতিনিধি) নওগা :

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক ঝটিকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত তিনি ইউনিয়নের একাধিক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম, অনেক শিক্ষার্থী পোশাক-পরিচ্ছদে উদাসীন ও পাঠগ্রহণে অনাগ্রহী। শিক্ষকদের পাঠদানে গতানুগতিকতা ও উদ্ভাবনী কৌশলের অভাবও লক্ষ্য করা যায়।

পরিদর্শন শেষে ইউএনও আখতার জাহান সাথী বলেন,“শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে না—এটি উদ্বেগজনক। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে প্রতিদিন স্কুলে পাঠান, তার পোশাক-পরিচ্ছদ ও পড়াশোনার খবর রাখুন।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। পাঠ যেন আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়—সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও বাড়াতে হবে।”
ইউএনও’র এ হঠাৎ পরিদর্শনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাড়া পড়ে যায়। স্থানীয়রা মনে করছেন, এমন নিয়মিত তদারকি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

শেয়ার করুন