বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালী ও পদসভা

কুড়িগ্রাম প্রতিনিধি :
“দুনিয়ার মজদুর এক হও, বাচার জন্য লড়াই করো” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতেঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও পদসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখা ও লোড আন-লোড শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও লোড আন লোডের শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সাগর,জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও  উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের  সভাপতি হেলাল মন্ডল, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ও উপজেলা লোড আনলোডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন,উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের   সাংগঠনিক সম্পাদক রফিকুল, সহ সাধারণ  সম্পাদক মোঃ হায়দার আলী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মিয়া,উপজেলা লোড আনলোড শ্রমিক  ইউনিয়নের শ্রমিক সদ্দার শামসুল হক সহ আরো অনেকে।
এ সময় বক্তরা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন ও আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের  প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে বিপুল ভোটে  বিজয়ী করার  প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন