সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এজিয়ান সাগরে নৌকাডুবিতে চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, চলতি মাসে নিহত ২০

গ্রিসের লেসবোস দ্বীপের কাছে এজিয়ান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ছোট নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দেশটির কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ডের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনার পর আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে লেসবোস উপকূলে প্রবল বাতাস ও উত্তাল সাগরের কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত গ্রিসের অংশে থাকা এজিয়ান সাগরে অন্তত ২০ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে।

তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের কাছে লেসবোস, চিওস, কোস, লেরোস ও সামোস দ্বীপ জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত।

গত সপ্তাহে চিওস উপকূলে ২৯ জন বহনকারী একটি নৌকা ডুবে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৭ অক্টোবর লেসবোসে চারজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া ২৪ অক্টোবর তুরস্কের বডরুম উপকূলে পানিতে ডুবে ১৭ জন মারা গেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ ইউরোপগামী মেডিটারেনিয়ান রুটে প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন