আরোজ ফারুক, কক্সবাজার প্রতিনিধি :
সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র্যাব-১৫, কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে।
বুধবার সকালে এ সভ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। এছাড়াও ৬৪ বিজিবি এর উপ-অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল এডিশনাল এসপি, ৮ এপিবিএন এর এডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি , মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া উপস্থিত ছিলেন। তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫, কক্সবাজার এর অধিনায়ন লে.কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক সেবনের পথ থেকে ফিরে আসার জন্য সবার প্রতি আহ্বান করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য তাদের শপথ বাক্য পাঠ করান। সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়। এ জন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারের বাবা মাদক ব্যবসায়ী হলে সেই পরিবারের ছেলে- মেয়েকে বাবাকে মোটিভেট করতে হবে বা বাবাকে বলেেত হবে যে, আমরা মাদকের টাকায় বড় হতে চাইনা।
সেই পরিবারের স্ত্রীকে তার মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। উখিয়া ও আঞ্জুমানপাড়ার প্রতিটি তরুণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইমামসহ প্রত্যেককে মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলেই মাদক কিছুটা হলেও নিয়ন্ত্রন করা সম্ভব হবে। এছাড়াও তিনি সাংবাদিকদের আহ্বান করেন তারা যেন এলাকায় প্রচার করেন যে, কোন পরিবারের কেউ মাদকাসক্ত হলে এবং ঐ পরিবারের আর্থিক অসচ্ছলতা থাকলে তারা যেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজারে যোগাযোগ করে । র্যাব তাদের জন্য মাদকাসক্ত পুণর্বাসনের সকল খরচ বহন করবে।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, দিদারুল আলাম, নির্বাহী পরিচালক, নোঙ্গর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র , কক্সবাজার । তিনি তার বক্তব্যে সবাইকে মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ও অধিনায়ক র্যাব-১৫।





