বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইবির লালন শাহ হল শিবিরের আন্তঃব্লক শর্টপিচ টুর্নামেন্ট শুরু

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃব্লক শর্টপিচ টূর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ টূর্নামেন্ট শুরু হয়। এসময়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আরিফুজ্জামান খান, শাখা সেক্রেটারী ইউসুফ আলী, লালন হল সভাপতি মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা আট। গ্রুপ পর্বে চারটি, সেমিফাইনাল দুইটি, তৃতীয় স্থান নির্ধারনী একটি এবং ফাইনালে একটি করে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসময় শাখা সেক্রাটারী ইউসুফ আলী বলেন, ” শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি উৎফুল্ল রাখার জন্য ছাত্রশিবির বিভিন্ন খেলাধুলা, উৎসব আয়োজন করে থাকে। আমরা শাখা ছাত্রশিবির কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ৩৬টি ডিপার্টমেন্ট নিয়ে শর্টপিচ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এবার হল শাখাগুলো আন্তঃব্লক টুর্নামেন্টের আয়োজন করছে। আশা করি এর মাধ্যমে আমাদের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা আরও বেশি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আরও বেশি আমাদেরকে গ্রহণ করবে।
শেয়ার করুন