এই সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন। ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ রাতে। যুক্তরাজ্যে এদিন উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, তাই রাতটি হবে আলো, ঝলক ও রঙের মায়াবী সমাহারের।
চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখন পূর্ণিমা হয় এবং সেই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় বড় ও ঝলমলে দেখায়। বিশেষভাবে, পেরিজিতে চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে। পূর্ণিমার সময় যদি চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখন তাকে ‘সুপারমুন’ বলা হয়।
১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন। নভেম্বরের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন’। বহু শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী এবং প্রাচীন ইউরোপীয়রা এ নাম ব্যবহার করে আসছে। কারণ, নভেম্বরের সময় বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকে।
এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর। সুপারমুন দেখতে চাইলে আবহাওয়া পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই রাতের আকাশে চাঁদ উপভোগ করতে আবহাওয়া রিপোর্টে নজর রাখা প্রয়োজন।





