বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের ১০ কোটি টাকার নৌযান জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের মালিকানাধীন দুটি নৌযান জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ‘অবৈধ সম্পদ অর্জন’-এর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জব্দের আওতায় আনা নৌযান দুটি হলো—এমডি সেইলর–১ এবং এমডি সেইলর–২, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাছরুল্লাহ হোসাইন ওই নৌযান দুটি জব্দের জন্য আদালতে আবেদন করেন। আবেদনে দুদক উল্লেখ করে, আসামি মনির হোসেন ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়া তিনি নিজের নামে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকার অর্থ বিভিন্ন উপায়ে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন।

দুদকের দাবি, এসব লেনদেনের উৎস বৈধ নয় এবং তা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন