বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“বকশীগঞ্জে কেরামতিয়া মাদরাসায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন”

গোলাম মোস্তফা,জামালপুর প্রতিনিধি :

 

জমালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ইন-হাউস প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

 

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আজ ৬ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর পরিচালক (গ্রেড–৩), শিক্ষা মন্ত্রণালয়ের ড. মো. আতিকুল ইসলাম পাঠান। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আইডিয়াল কলেজ, চট্টগ্রাম-এর সাবেক অধ্যক্ষ ড. ইসা মাহমুদ।

 

সভাপতির বক্তব্যে মাওলানা সুলতান মাহমুদ খসরু বলেন, “শিক্ষকদের মানোন্নয়ন ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পাঠদানের দক্ষতা, নেতৃত্বগুণ ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ধারণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

প্রধান প্রশিক্ষক ড. মো. আতিকুল ইসলাম পাঠান বলেন, “শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। তাদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সরাসরি প্রভাব ফেলে। বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

 

বিশেষ প্রশিক্ষক ড. ইসা মাহমুদ বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। বাট্টাজোড় মাদরাসার এই উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয়।”

 

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন