লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার ভোরে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনার স্থান ছিল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠক ডেকে প্রতিবাদ জানিয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শ্রীরামপুর ইউনিয়নের ৮৫৪ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ সদর থানার ভেল্কু লতামারী সীমান্ত গ্রামে বিএসএফ সদস্যরা ভোর ৫টা ২০ মিনিটে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়েন। এতে সীমান্ত এলাকার স্থানীয়রা আতঙ্কিত হন।
ঘটনার পর বিজিবির বুড়িমারী কোম্পানি ও শ্রীরামপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। পরে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠক আহ্বান করে এ ঘটনায় প্রতিবাদ জানানো হয়।
বৈঠকে বিজিবি বিএসএফকে এমন পদক্ষেপের আগে সমন্বয় ও যোগাযোগ জোরদার করার পরামর্শ দেয়। এর পাল্টা, বিএসএফ জানায়, ওই সীমান্ত দিয়ে সাত থেকে আট জনের একটি গরু চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে; তাদের ধাওয়ার সময় তারা বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, “বিজিবিকে পূর্বে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব, কিন্তু কোনো অবস্থাতেই সীমান্তে আতঙ্ক সৃষ্টি হতে দেব না।”




