আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার চাকরির অবস্থা নিয়ে প্রশ্ন উঠলে সেনাসদর এটি ‘আইনি প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।
সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম আসলেও চাকরি স্থগিত করার স্পষ্ট বিধান নেই। তারা সংশোধনের জন্য নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে সরকার এখনও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা নির্দেশনা দেয়নি, এমন তথ্যও জানিয়েছে সেনাসদর।
বুধবার সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এই বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় এবং পদ্ধতিগত নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।”
উল্লেখ্য, ২২ অক্টোবর ওই ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অভিযোগে জড়িত ছিলেন আওয়ামী লীগ শাসনামলে জোরপূর্বক গুম ও জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে।





