বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

মোহাম্মদ গোলাম  মোস্তফা :

জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫ হাজার ২৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে সরিষা, পেঁয়াজ, গম, বাদাম ও মসুরসহ বিভিন্ন রবি ফসলের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ৫ হাজার কৃষককে বিনামূল্যে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডি (শস্য) এ.এল.এম রেজুয়ান, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, প্রণোদনার আওতায় দেওয়া বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে রবি ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, “কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন খরচ কমানো ও অধিক ফলনশীল জাতের চাষে উৎসাহিত করা। এ বছর উপজেলার সব ইউনিয়নে সমানভাবে প্রণোদনা বিতরণ করা হচ্ছে, যাতে কোনো প্রান্তিক কৃষক বাদ না পড়ে।”

বীজ ও সার গ্রহণ করতে আসা কৃষকরা জানান, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় সরকার প্রদত্ত এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক। তাঁরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন